স্টাফ রিপোর্টার; ২৯ অক্টোবর ২০২৩ , ৩:২৮:১৭ অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশে ত্রিমুখী সংঘর্ষকালে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৩০ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। গতকাল দুপুরে পল্টনে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক এস এ মাসুম। কাকরাইলে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি। ফটো সাংবাদিক এস এ মাসুমকে হামলাকালে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার ক্যামেরা ভেঙে ফেলা হয়।
গতকাল আরো হামলার শিকার হয়েছেন, দ্যা রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম-এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান, দৈনিক আমাদের কন্ঠের সিনিয়র রিপোর্টার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য রাজু আহমেদ, নিউ এজ-এর আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফসহ প্রায় ৩০ জন সাংবাদিক আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অনেককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজে নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার কঠোর হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।
ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর এহেন হামলা উদ্দেশ্য প্রণোদিত ও উদ্বেগজনক। পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার আশ্বাস দেয়া হলেও প্রতিটি ঘটনায় সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। পরিচয় দেয়ার পরও ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর নির্দয়ভাবে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।