• লিড

    ডিবির জ্যাকেট পরা দুই যুবক বাসে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় -চালক মনির হোসেন

      স্টাফ রিপোর্টার; ২৯ অক্টোবর ২০২৩ , ২:৫৬:০৮ অনলাইন সংস্করণ

    রাজধানীতে এক ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে এসব ঘটনা ঘটে।

    গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে কমলাপুরে বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে বাস দুটি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, সেই তথ্য পাওয়া যায়নি।

    অন্যদিকে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

    রমনা থানার ওসি আবুল হাসান বলেন, কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্র্বৃত্তরা।
    ডিবির জ্যাকেট পরা দুই যুবক বাসে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়: রাজধানীর কাকরাইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে দাউ দাউ করে বাসটি আগুনে জ্বলতে দেখা যায়।

    বাসের আগুন ওপরে থাকা বিদ্যুতের তারেও ছড়িয়ে পড়ছিল। ঘটনাস্থলের কাছেই পুলিশের সদস্যদের দেখা যায়। কারা বাসে আগুন লাগিয়েছে, জানতে চাইলে পুলিশের রমনা থানার ওসি আবুল হাসান বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়েছে।

    পুড়তে থাকা বাসটির পাশেই রাস্তায় বসে কাঁদছিলেন চালক মনির হোসেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের আনানেওয়ার জন্য বাসটি নিয়োজিত ছিল। বাসে একদল পুলিশ সদস্যকে নিয়ে বিকেল পাঁচটার সময় তিনি এখানে আসেন। পুলিশ সদস্যরা নেমে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে বাসে আগুন দেওয়া হয়।

    ঘটনা সম্পর্কে মনির হোসেন বলেন, হঠাৎ ডিবির জ্যাকেট পরা দুই যুবক এসে বাসে পেট্রল ছিটিয়ে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড় দিয়ে চলে যায়। এর আগে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে গতকাল দুপুরে কয়েক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের হামলায় বিএনপির সমাবেশ প- হয়ে যায়। নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

    আরও খবর

    Sponsered content