• সারাদেশ

    গাজীপুর সিটিতে ১৭৭টি পূজা মণ্ডপে ৫ কোটি ৩১ লাখ টাকার অনুদান চেক বিতরণ

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ৩:২৯:১৪ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে এ বছর ১২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ওইসব পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া, ৫৭ টি লক্ষীপূজা পূজা মণ্ডপের জন্য অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত গাছা জোন অফিসে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন অনুদানের চেক বিতরণ করেন। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মেয়র জায়েদা খাতুন পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে ৩০ হাজার টাকা করে মোট ১২০টি মন্ডবের চেক প্রদান করেন। একই অনুষ্ঠানে পরবর্তী লক্ষ্মী পূজার জন্য ৫৭ টি সম্ভাব্য মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ৩০ হাজার টাকার প্রতিটি অনুদানের চেক হস্তান্তর করেন। মেয়র বলেন বলেন, সরকারের নির্দেশনায় আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিববাড়ি পুকুর পরিষ্কার, বিভিন্ন মন্দিরে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পূজায় আগতদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি, তিনি প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক টিম গঠনসহ সিসিটিভি স্থাপনের অনুরোধ করেন।

    আরও খবর

    Sponsered content