প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৯:১৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর সভাপতি,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সুনামগঞ্জ সংবাদদাতা আল-হেলাল মো.ইকবাল মাহমুদ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি মো.জসীম উদ্দিন সহ-সভাপতি,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি এমরানুল হক চৌধুরী সাধারণ সম্পাদক,আরটিভি প্রতিনিধি শহীদনুর আহমেদ ও দৈনিক রুপালী দেশ প্রতিনিধি নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক,ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্ত্তী দপ্তর সম্পাদক,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোসাইদ রাহাত তথ্য ও প্রযুক্তি সম্পাদক,সময় টিভির চিত্রগ্রাহক রুজেল আহমদ ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৯টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ভোটার সংখ্যা ছিল ৪৬ জন। এর আগে অর্থ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আমিনুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি মনোয়ার চৌধুরী,নির্বাহী সদস্য পদে দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী,দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি শামসুল কাদির মিসবাহ ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি দিলাল আহমদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত সংগঠনের প্রায় ৫০ জন সদস্যদের ব্যালট ভোটে ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার। এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,সাবেক সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠু ও সাবেক অর্থ সম্পাদক একে কুদরত পাশা।
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো.আব্দুস ছাত্তার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উক্ত নির্বাচন পরিচালনা করেন। তিনি বিকেল ৫টায় সুনামগঞ্জ পৌরসভার পৌরবিপনী মাকের্টে অবস্থিত সুনামগঞ্জ রিপার্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। মুক্ত গণমাধ্যম চর্চায় গণতান্ত্রিক ধারায় সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভোটার ও বিজয়ী প্রার্থীরা