প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫০:৫৮ অনলাইন সংস্করণ
তৌফিকুর রহমান তাহের: জাতীয় প্রাথমিক শিক্ষক পদক, ২০২৩ ইং সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন এর পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু হালদার। জেলা শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী ও সদস্য সচিব ও মোহন লাল দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক টিপু হালদার বলেন, আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সুনামগঞ্জ জেলা জাতীয় শিক্ষা পদক কমিটিকে কৃতজ্ঞতা জানাই।আমার বাকি জীবনটা প্রতিষ্ঠানের সার্বিক কল্যানে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি সকলের দো’আ ও আর্শিবাদ নিয়ে স্মার্ট শিক্ষা বিস্তারে কাজ করতে চাই।
আমার সর্বোচ্চ চেষ্টা এবং স্টাফদের সহযোগিতায় আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছি।এটা আমার আনন্দ এবং শিক্ষার কাজকে আরো এগিয়ে নিতে সাহায্য করে।
এক প্রশ্নোত্তরে তিনি বলেন,শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি এটা অবশ্যই আনন্দের বিষয়। আমার এই স্বল্প সময়ে চাকুরী জীবন এর একটি বিশাল প্রাপ্তি।এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কর্মস্পৃহাকে আরো প্রসারিত করে।আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে কোমলমতি শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার।
আমি অত্যান্ত আনন্দিত। এই প্রাপ্তিটা শুধুমাত্র আমার নয় আমাদের সকলের।