প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২০:৪২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৫৩টি বৈকালিক শিক্ষাকেন্দ্রের ১ হাজার ৬ শত শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি দুটি করে মোট ৩ হাজার ২ শত ফলজ ও বনজ গাছের চারা প্রদান করেছে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পদক্ষেপ সমৃদ্ধি কর্মসুচির উদ্যোগে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরন করেন পদক্ষেপ এর ব্রাহ্মণবাড়িয়া জোনের জোনাল ম্যানাজার মো.মোর্শেদুজ্জামান। এরিয়া ম্যানাজার বিশ্বজিত দাসের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি আল-হেলাল,সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা: মাজেদা বেগম,ইউপি সদস্য মঙ্গল মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো.সিরাজ আলী,বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিন বেগম,সুরমা ব্রাঞ্চ ম্যানাজার বাদল হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায়,কৃষি কর্মকর্তা জাকির আহমেদ পাভেল,এসডিও মোঃ জাহেদুল ইসলাম,মো.মামুনুর রাহমান ও শিক্ষক নেতা মো.জুয়েল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য শিক্ষাসেবার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা,প্রবীণদের ভাতা প্রদান,ক্ষুদ্রঋন বিতরন ও কৃষি পূণর্বাসনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসুচির মাধ্যমে সুনামগঞ্জের উত্তর সুরমা এলাকায় জনগনের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সংস্থাটি।