• প্রবাস বাংলা

    সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডলেন্ডস এর উদ্যোগে বার্মিংহামে বই মেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২৭:১৫ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া, ব্যুরো প্রধান, যুক্তরাজ্য : ১৭ই সেপ্টেম্বর রোববার বিপুল সমারোহে বার্মিংহামে হয়ে গেল বই মেলা ।

    সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম , মিডলেন্ডস এর উদ্দ্যোগে আয়োজিত বই মেলায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা কবি, সাহিত্যিক ও লেখকদের পদচারনায় মুখরিত হয়েছিল বার্মিংহামের আস্টন মাল্টিপারপাস সেন্টার ।

    বার্মিংহাম ছাড়াও লন্ডন , মানচেষ্টার এবং অন্যান্য শহর থেকে আসা বিপুল সংখ্যক কবি, সাহিত্যিক , সাংবাদিক ও লেখকদের উপস্হিতিতে দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন বৈচিত্রপূর্ন অনুষ্ঠানাধির মাধ্যমে এই বই মেলা অনুষ্ঠিত হয় ।

    রাশিয়া খাতুন ও কবি মাছুম কে সাথে নিয়ে কলামিষ্ট সেবুল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাউন্সিলার শরনালী চন্দ্র ।লেখক সাংবাদিক ও কলামিষ্ট সুজাত মনসুর ।

    এরপর বিভিন্ন লেখকের সম্পাদনায় লিখিত নতুন বইয়ের মোড়ক উম্মোচন করা হয় ।
    মোড়ক উম্মোচনের মহতি অনুষ্ঠানে বার্মিংহামে নিযুক্ত সহকারী হাই কমিশনের কাউন্সিলার শরনালী চন্দ্র , বইমেলার রুপকার লেখক সাংবাদিক ও কলামিষ্ট সুজাত মনসুর , আজাদ চৌধুরী এম. বি.ই. মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ , ফয়জুর রহমান চৌধুরী এম.বি.ই. , সৈয়দ নাদির আহমেদ , লেখক ম. আ. কাদির , শাহীন চৌধুরী , সৈয়দ ইকবাল , কবি মাছুম , প্রফেসার আজিজুর রহমান তফাদার , শেরন চৌধুরী , আনোয়ার হুসেন কাবুল প্রমূখ অংশ নেন ।

    এরপর চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় ।
    বই মেলায় কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয় ।
    কবিতা আবৃত্তি করেন , কবি মাছুম , হেনা চৌধুরী , মোহাম্মদ হারুন মিয়া সহ অনেকেই এবং বাউল ফকির হারুনূর রশীদসহ আরো অনেকেই সঙ্গীত পরিবেশন করে সবাই মাতিয়ে রাখেন ।

    বই মেলার আহ্বায়ক শেরন চৌধুরী এবং কলামিষ্ট সেবুল চৌধুরী সবার সহযোগীতায় বই মেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়েছে এ জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সবার সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।

    উল্লেখ্য যে , বই মেলার মিডিয়া পাটনার বার্মিংহাম মিডলেন্ডসের বাঙ্গালী কমিউনিটির বাংলা টেলিভিশন ভিঅন টিভি লাইভ টকশো সাহিত্য চিন্তা অনুষ্ঠানে কমিউনিটির কবি , সাহিত্যিক , লেখক , কলামিষ্ট ও সাংবাদিকবৃন্দ অংশ নেন ।

    আরও খবর

    Sponsered content