• সুনামগঞ্জ

    শাল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন —–ব্যারিষ্টার ডাল্টন

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩৭:৫০ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন বলেন, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে মর্যাদায় আসনে অধিষ্ঠিত হয়েছে। নানান প্রতিকূলতা ও ষড়যন্ত্রকে উপেক্ষা করে নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে। গৃহহীনদের জমিসহ বাড়ি নির্মাণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও উপবৃত্তি প্রদান, শতভাগ বিদ্যুতায়ন, চিকিৎসা, যোগাযোগ সহ মেগা প্রকল্পের বাস্তবায়ন করেছেন। মানবিক ও মানসিক উন্নয়ন সহ সবক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) বিকেলে শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আমি যদি সুযোগ পাই তাহলে অসাম্প্রদায়িক চেতনায়
    আপনাদের উন্নয়নের সুষম বন্টন, আইনের শাসন, ন্যায় বিচার করতে বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার একজন অনুগত সৈনিক হিসেবে জনসেবায় কাজ করব। আপনারা জানেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত দিনের ন্যায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

    সমাবেশে আওয়ামীলীগ নেতা শশধর দাশের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা প্রমথ তালুকদারের সঞ্চালনায়
    আরও বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা প্রনব তালুকদার, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা আমির হোসেন, শাল্লা উপজেলা যুবলীগ নেতা সুভাষ দাশ, সরমঙ্গল ইউনিয়নের যুবলীগ সভাপতি দুলাল আহমদ, শাল্লা উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চক্রবর্তী, হুমায়ুন কবির, সূর্যসেন দাশ পান্না, অনাদি তালুকদার, দিরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় ও বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাশ প্রমুখ।

    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,
    আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

    Sponsered content