• সুনামগঞ্জ

    দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১২:০৯ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধ: তৌফিকুর রহমান। দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ডাল্টন

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যরিস্টার অনুকূল তালুকদার ডাল্টন বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১৪ বছর যাবত নিরলসভাবে কাজ করে সারা বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি উন্নয়নের রুল মডেল হিসেবে উন্নীত করেছেন।

    আমি আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার একনিষ্ট কর্মী হিসেবে আপনাদের সামনে আওয়ামী লীগের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এসেছি। প্রধানমন্ত্রী সারাদেশে বিদ্যুৎ, শিক্ষা ও যোগাযোগসহ সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।”

    তিনি বলেন, ‘আমাদের বর্ষীয়ান রাজনীতিবিদ আমার নেতা সুরঞ্জিত সেনগুপ্ত প্রয়াত হওয়ার পর আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি, জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্তে সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তার জন্য কাজ করেছি।’

    শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ফয়েজুল্লাপুর বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন।

    তিনি আরও বলেন, “আমি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমার জন্য আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন। আমি জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নের সিদ্ধান্তে আমৃত্যু কাজ কাজ যাব। আজকের বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা ধৈর্য ধরে শুনার জন্য আমি কৃতজ্ঞ।”

    সমাবেশ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রানু দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আশীষ তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, দিরাই-শাল্লার উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হরিপদ দাস, শাল্লা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আহমদ,দিরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার খান শুভ প্রমুখ।

    এছাড়া শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

    Sponsered content