• সুনামগঞ্জ

    দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে, ৫০ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১৬:০৩ অনলাইন সংস্করণ

    দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মন্নান মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    শনিবার (২৩ সেপ্টেম্বর)বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    জানা গেছে, জলমহালের জন্য ইজারা দেওয়া চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরাএ কারণে নদীর পাড় ভেঙে বসতি বিলীন হচ্ছে। নদীর পাড়ে থাকা হাওররক্ষা বেরী বাঁধও ভেঙে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের উকিল আলীর পুত্র বালু ব্যবসায়ী
    আব্দুল মন্নানকে চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উত্তোলন করা ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content