প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩৪:৩৫ অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, দেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রকে ধ্বংস করবে। বিএনপির এক দফা, ২৭ দফা, গণতন্ত্র, ক্ষমতা, রাষ্ট্র মেরামত- সবই ভুয়া। বিএনপি রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্রকে ধ্বংস করবে, গণতন্ত্রকে ধ্বংস করবে। শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে। দুর্নীতি, ভোট চুরি, অর্থ পাচার, লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে এবং তারেক রহমানের দুরাচারের বিরুদ্ধে খেলা হবে।শেখ হাসিনা গণতন্ত্রকে রক্ষা করবেন।
মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাইডেন সাহেব আগে আপনার দেশের ট্রাম্পকে সামলান। আপনার দেশের ট্রাম্পকে সামলিয়ে পরে অন্য দেশের কথা ভাবুন।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি ঢাকা দখলের পাঁয়তারা করছে। আমরাও অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, কেমন করে। মির্জা ফখরুল শুধু কান্নাকাটি করছেন। এই কান্না এত দিন কোথায় ছিল। যে কিনা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিট আন্দোলন করতে পারেন নাই ফখরুল ইসলাম। সেই ব্যর্থতার জন্য তার পদত্যাগ করা উচিত।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি বেগম সামসুন নাহার ভূঁইয়া।