• সুনামগঞ্জ

    দিরাইয়ে সরমঙ্গল ইউপি চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ২:৩৯:০৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের বিরুদ্ধে অনিয়ম আর দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
    মঙ্গলবার দিরাই প্রেসক্লাবের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    সরমঙ্গল গ্রামের মুরব্বি আব্দুস সামাদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফারদীন চৌধুরী, আবুল কালাম, জুলহান আহমেদ, রতন মিয়া, আজিজুর রহমান, মোহাম্মদ মিয়া, নিধু বৈষ্ণব, রামীম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, জুয়েল নির্বাচিত হওয়ার পর একদিনও ইউনিয়নন কমপ্লেক্সে অফিস করেননি। উপজেলা সদরে অফিস করেন, যে কারণে চরম ভোগান্তিতে আছে ইউনিয়নবাসী। পরিচয়পত্র থেকে শুরু করে সরকারী যেকোনো সুবিধা সেবা পেতে হলেই গুনতে হয় টাকা। এর প্রতিবাদ করলেই হতে হয় হয়রানির শিকার। উনার এসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করার কারণে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে তার বাসায় ঢুকে পিটিয়েছে চেয়ারম্যান ও তার লোকজন। রাজাকারপুত্র ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের হাত থেকে ইউনিয়নবাসীকে বাচাঁতে স্থানীয় সংসদ সদস্য ড, জয়া সেনগুপ্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে উল্টো নিজের গায়ের চামড়া বাচাঁতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এই দূর্নীতিবাজ চেয়ারম্যানের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ চেয়ারম্যানকে দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।

    আরও খবর

    Sponsered content