প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৪:১৫:৫৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে মাদরাসা শিক্ষার্থী এমরান হোসেন (১২) খুনের ঘটনার প্রধান আসামি এমরান এর আপন চাচা আবুল খায়েরকে জগন্নাথপুর থানার পুলিশের সহায়তায় দিরাই থানার এস আই তপন দাসের নেতৃত্বে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার সামারগাও এডঃ আবুল কাসেম এর বাড়ি থেকে খায়ের কে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ।
গ্রেফতারকৃত আবুল খায়ের উপজেলার টংগর গ্রামের মৃত দিয়ানত উদ্দিনের ছেলে।
গত ১১ সেপ্টেম্বর টংগর গ্রামে বাড়ীর সীমানা ও জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল খায়ের ও তাদের লোকজন খায়ের এর ভাই আবুল কাসেমের বাড়িতে হামলা করে। সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হন। গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর বিকেলে মারা যায় এমরান হোসেন।
এ ঘটনায় নিহত এমরান হোসেনের পিতা আবুল কাশেম বাদি হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।