• সুনামগঞ্জ

    জয়াসেন গুপ্তার অসুস্থতা ও বার্ধক্যতার সুযোগে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে দেয়নি একটি দুষ্টচক্র – চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০৭:৫২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি: দিরাই শাল্লার স্থানীয় সাংসদ সদস্য ডক্টরজয়াসেন গুপ্তার অসুস্থতা ও বার্ধক্যতার সুযোগে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে দেয়নি একটি দুষ্টচক্র, এছাড়াও তিনি স্মৃতি শক্তির কমতি ও কুচক্রীর বলয়ে আবদ্ধ হয়ে উন্নয়ন বিমুখতার পাশাপাশি এলাকার স্বার্থের বিপক্ষে ও ছাতক-দোয়ারার পক্ষে রেললাইন নিয়ে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে  আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী – চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

    গতকাল সুনামগঞ্জের দিরাইয়ে তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শত শত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উন্নয়ন ও শান্তি সমাবেশ উপরোক্ত কথা বলেন তিনি।

    শুক্রবার বিকাল ৫ টায় তাড়ল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনোহর মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মুহিত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
    সমাবেশে আল আমিন চৌধুরী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের  এমপি প্রার্থী হিসেবে সকলের সমর্থন কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে নৌকার পক্ষে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান আল আমিন চৌধুরী।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদ, দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।
    উপস্থিত ছিলেন – শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র চৌধুরী প্রমুখ।
    বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content