• সুনামগঞ্জ

    জমিয়ত নেতা যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২৮:০৮ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাহিত্য সম্পাদক মাওলানা জাবির হুসাইন চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চার গ্রাম শাহজালাল বাজারে মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজ মাসুদ আহমদ হীরার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগজ্ঞ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জমিয়ত উলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামারুজ্জামান তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন জমিয়ত উলামায়ে ইসলাম সহ সভাপতি ডাক্তার কাজী আবু তালেব, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, উপজেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিম। বক্তব্য রাখেন মাওলানা শাহির আহমদ, প্রমুখ। বক্তারা বলেন মাওলানা জাবির হুসাইন চৌধুরী ও তাঁর পরিবার যুক্তরাজ্যে গমন করবেন তাঁর এই সফর যেন নিরাপদ ও মসৃণ হয় সেই দোয়া করি। মাওলানা জাবির হুসাইন চৌধুরী একজন ইসলামী আন্দোলনের সাহসী, প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠস্বর ছিল। জমিয়ত উলামায়ে ইসলামের প্রতিটি শাখার তাঁর দক্ষতা সাংগঠনিক কর্ম তৎপরতা ছিল প্রশংসনীয় অবদান। তাঁর অবর্তমানে সংগঠনের শুন্য স্হান পূরণ হবে কিন্তু শুন্যতা পূরণ হবে না। তাঁর প্রতিটি কাজে আমরা তাকেঁ খুব মিস করব। আমরা আশা করব তিনি যেখানে যাচ্ছেন সেখান থেকে ও সংগঠন সহ সামাজিক সকল কর্মকাণ্ডে তাকেঁ আমরা পাব। পরিশেষে তাঁর ও পরিবারের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী সহ অতিথিরা।

    আরও খবর

    Sponsered content