• সারাদেশ

    গাসিক ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তর করলেন আসাদুর রহমান কিরণ

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১:২৬:৫৪ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়রের পদ হস্তান্তর করেন আসাদুর রহমান কিরণ। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণ শেষ কর্ম দিবস পালন করেন এবং দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় শেষ মাসিক সভা।

    সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। দুই মেয়াদে ৪ বছর ১৩ দিন দায়িত্ব পালন করেছেন কিরণ।
    জানা যায়, ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন আসাদুর রহমান কিরণ। পরবর্তীতে সেই সময়ের মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে ভাগ্য খুলে যায় কিরণের। প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি। প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম। সেবারও টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের তিন বছর পর জাহাঙ্গীর আলমকে সায়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ফের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ।
    দায়িত্ব হস্তান্তরের সময় আসাদুর রহমান কিরণ বলেন, প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন ও দ্বিতীয় মেয়াদে ২১ মাস গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমার দায়িত্ব পালন সময়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন করেছি।
    তিনি আরও বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। গাজীপুর সিটি কর্পোরেশন এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি কর্পোরেশন।
    এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content