• সারাদেশ

    কোন দলকে ডেকে এনে আলোচনার সময় নেই: ইসি আনিসুর রহমান

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪২:১০ অনলাইন সংস্করণ

    গাজীপুর প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, কোন দল নির্বাচনে এলো বা এলো না সেটা দেখার সময় নির্বাচন কমিশনের নেই, আমরা সংবিধানের মধ্যে আছি, সংবিধানের মধ্যেই নির্বাচন করবো। যথাসময়ে নির্বাচনি প্রক্রিয়া করবে কমিশন।

    মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা হলরুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। গত নির্বাচনে আগের দিন ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর কারণে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল, সে বিবেচনায় স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে কিছু দুর্গম এলাকাব্যতীত ভোটের দিন সকালে ব্যালট বাক্সগুলো ভোটকেন্দ্রে পাঠানো হবে।
    সংলাপ সম্পর্কে তিনি বলেন, কয়েক মাস আগে বিএনপিকে নির্বাচনের বিষয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। তবে আলোচনার সুযোগ রয়েছে বিএনপি চাইলে যেকোনো সময় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে।

    গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেট—১) একেএম হুমায়ুন কবির, আইডিইএ বিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content