• সারাদেশ

    সুনামগঞ্জে কৃষকদের মাঝে সার ও পাওয়ার স্প্রেয়ার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১২:৩০:৪৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে রোপা আমন ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ আগষ্ট) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উপকারভোগীদের মধ্যে সার ও স্প্রেয়ার বিতরণ করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

    উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বৎসরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন (উফসি জাত) সমন্বয়ে বøক প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে রাসায়নিক সার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক দলের মাঝে স্প্রেয়ার,পাওয়ার স্প্রেয়ার ও ফিতাপাইপ বিতরণ করা হয়।

    এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মানিক মিয়া,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি আল-হেলালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    একইসাথে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী সদর উপজেলা প্রশাসন কর্তৃক স্থানীয় উপকারভোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের ছাড়াও রোপন করেন।

    বিভাগীয় কমিশনার সোমবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন সরকারী সভা সমাবেশে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

    আরও খবর

    Sponsered content