• সারাদেশ

    সুনামগঞ্জের ফেনিবিল গ্রামে চোরাকারবারীদের হামলায় ১০ জন আহত : বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজ

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৪:৪৯:৫৬ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল গ্রামে চোরাকারবারীদের হামলায় এক পরিবারের ১০ জন আহত হয়েছেন। চোরাকারবারীরা হামলার পাশাপাশি ঐ পরিবারের ৩টি বাড়ীঘর ভাংচুর ও মালামালসহ নগদ টাকা লুটতরাজ এবং ১টি গরু চুরি করে নিয়েছে। ১৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৫টায় ফেনিবিল গ্রামের আব্দুর রহমান (৬২) এর বাড়ীতে দুদফায় উক্ত হামলা ও লুটতরাজের ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা গ্রামের রশিদ মিয়ার পুত্র সজিব (২২) ও রইছ মিয়া (২৬),খুরশেদ মিয়ার পুত্র তহিদ উল্লাহ (২৩),মোহাম্মদ আলীর পুত্র মাসুক (২৬),হাশিম মিয়ার পুত্র শাহ আলম (৩৫),আজিজুল হকের পুত্র হারুন (২৫),রবি মিয়ার পুত্র উকিল মিয়া (২২) ও হোসেন মিয়ার পুত্র এখলাছ মিয়া (২৩) সহ একদল চোরাকারবারী কথা কাটাকাটির জের ধরে প্রথমে ফেনিবিল গ্রামের আব্দুর রহমানের পুত্র জালাল মিয়া (২৮) কে তার বসতঘরের সামনে বেদম মারপিট শুরু করে। এ সময় সন্ত্রাসীদের কবল থেকে সন্তানকে রক্ষা করতে এগিয়ে এলে সংঘবদ্ধ ঐ সন্ত্রাসীরা জালালের পিতা বৃদ্ধ আব্দুর রহমান ও তার মেয়ে তহিমা বেগম (৩৫) কে তাদের বসতঘরে প্রবেশ করে বাঁশের লাঠি ও লোহার রড দ্বারা বেদম মারপিঠক্রমে গুরুতর আহত করে। স্বামী সন্তানকে রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা আব্দুর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৫৫) ও জুলেখা বিবি (৪০),পুত্র ফারুক (২৬),পুত্রবধু সালমা বেগম (২২) ও কন্যা খাদিজা (১৬) সহ ১০ জনকে তাদের বসতঘরে গিয়ে মারপিটক্রমে আহত করে। হামলার পরপরই সন্ত্রাসীরা বাড়ীঘর লক্ষ্য করে বেপরোয়াভাবে পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করে ৩টি বসতঘর ব্যাপকভাবে ভাংচুরসহ লুটতরাজ চালায়। আশংকাজনক অবস্থায় রোববার রাতেই আব্দুর রহমান ও তার কন্যা তহিমা বেগমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরো ৪ জন সোমবার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ডাঃ নিরুপম এর কাছে চিকিৎসা নিয়েছেন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রসিদ আহমদ ঘটনার সংবাদ জেনে সোমবার (১৪ আগস্ট) সকালে জেলা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আব্দুর রহমান ও তার মেয়ে তহিমা বেগম কে দেখে আসেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এলাকার নিরীহ শান্তিপ্রিয় নাগরিক আব্দুর রহমান ও তার পরিবারের উপর বর্বরোচিত হামলা ও লুটতরাজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসী বলেন,জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা গ্রামের রশিদ মিয়ার ২ পুত্র যথাক্রমে সজিব ও রইছ মিয়া,খুরশেদ মিয়ার পুত্র তহিদ উল্লাহ,মোহাম্মদ আলীর পুত্র মাসুক,হাশিম মিয়ার পুত্র শাহ আলম,আজিজুল হকের পুত্র হারুন,রবি মিয়ার পুত্র উকিল মিয়া ও হোসেন মিয়ার পুত্র এখলাছ মিয়াগং এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও চোরাকারবারী। এরা গুজব রটিয়ে বেআইনী জনতায় মিলিত হয়ে নিরীহ আব্দুর রহমান ও তার পরিবারের উপর একতরফাভাবে হামলা ও তাদের বাড়ীঘর লুটতরাজ করে প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে উক্ত সন্ত্রাসী চোরাকারবারীদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য ভূক্তভোগীরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ দায়ের করলে আমরা অবশ্যই ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

    আরও খবর

    Sponsered content