প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৩:০২:০৮ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:: শ্রী বাসমতি রাণী দাস নামের এক হিন্দু ধর্মীয় নারী -স্বামী সন্তান রেখে দ্ধীনের পথে ইসলাম কবুল করে নিয়েছেন।
খাগাইল বাজার কোম্পানিগঞ্জ থানার সিলেট জেলার বাসিন্দা শ্রী বাসমতি রাণী দাস,(৩৩) স্বামী বাবু লাল রবি দাস, তিন সন্তানের জননী-২৬ জুলাই/২৩ ইং তারিখে সে ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। কালেমা পড়ে, মোছাঃ আম্বিয়া বেগম নাম রাখা হয়, আইনীভাবে জেলা জজকোর্ট সিলেট এফিডেফিট করে সাক্ষ্যগনের সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ্পাক মোছাঃ আম্বিয়া বেগম কে দ্ধীনের পথে কবুল করুক। বিজ্ঞপ্তি