• সুনামগঞ্জ

    শাল্লা প্রেসক্লাবের আজীবন সদস্য রামানন্দ দাশ ও শিবেন্দ্র বিশ্বাস

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৩ , ১১:৩৫:০৮ অনলাইন সংস্করণ

    তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধি: শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রামানন্দ দাশ ও সাংবাদিক শিবেন্দ্র কুমার বিশ্বাস। ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ৪র্থ মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    গত ত্রৈমাসিক সভার প্রস্তাবনার আলোকে তাদেরকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভূত করা হয়। শিবেন্দ্র কুমার বিশ্বাস ১৯৬৫ সালে জাতীয় পত্রিকা দৈনিক সংবাদে থানা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি কাজ করেছেন সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরী ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জ বার্তা পত্রিকায়। অন্যদিকে রামানন্দ দাশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ্, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের দক্ষ একজন সংগঠক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি সমাজের একজন সুনামধন্য সালিস ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত।
    ৪র্থ মাসিক সভায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রথীন্দ্র চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী বদরুজ্জামান, প্রচার সম্পাদক প্রীতম দাশ, তথ্য/প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান, অর্থ সম্পাদক পংকজ কান্তি দাশ, কার্যনির্বাহী সদস্য বাদল চন্দ্র দাশ ও নিশিকান্ত সরকার প্রমুখ।
    উল্লেখ্য, শিবেন্দ্র কুমার বিশ্বাস ১৯৬৫ সালে জাতীয় পত্রিকা দৈনিক সংবাদে থানা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি কাজ করেছেন সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরী ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জ বার্তা পত্রিকায়। অন্যদিকে রামানন্দ দাশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ্, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দক্ষ একজন সংগঠক। পাশাপাশি তিনি সমাজের একজন সুনামধন্য সালিস ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। এনিয়ে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন ৫জন। অন্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জগদীশ চন্দ্র সরকার, বসুদেব দাশ ও প্রথম আলো পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান সুমনকুমার দাশ।

    আরও খবর

    Sponsered content