প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৩:২১:৫০ অনলাইন সংস্করণ
তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধিঃ শাল্লায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ৮ টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি নিবেদনের মধ্যদিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতার সূচনা করা হয়। শ্রদ্ধাঞ্জালি অর্পন করে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাল্লা উপজেলা প্রেসক্লাব খেলাঘর আসর, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ১০ টায় গণমিলনাতয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও রসিকলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বর্ণালী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন), মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি অলিউল হক, ৪ নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, ৩ নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, রাধাকান্ত দাশ, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী প্রমুখ।
পরে একটি শোক র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।