• অপমৃত্যু

    শাল্লায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১:২০:৩৬ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি: শাল্লায় হবিবপুর ইউপির দ্বীপন চন্দ্র দাশ (১৩) নামের এক কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

    গতকাল শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে গোসল করার সময় দ্বীপন পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

    দ্বীপন চন্দ্র দাশ হবিবপুর গ্রামের (ধীতপুর হাটির) দিলীপ চন্দ্র দাশের ছেলে। সে গিরিধর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীপন চন্দ্র দাশ হবিবপুর গ্রামের (ধীতপুর হাটির) দিলীপ চন্দ্র দাশের ছেলে। সে গিরিধর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। আনুষ্ঠানিকভাবে বোনের বর (জামাই) দেখতে খালিয়াজুড়ি উপজেলার বাঘাটিয়া গ্রামে যাওয়ার কথা ছিল দ্বীপন চন্দ্র দাশের। অন্য সব মানুষজন নৌকায় উঠলেও তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে আত্মীয় স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে একটি গোসলের ঘাটে দ্বীপন চন্দ্র দাশের পায়ের জুতা দেখে সন্দেহ হয় তাদের। পরে গোসলের জায়গার ১২-১৫ ফুট দূরে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে স্বজনসহ স্থানীয়রা।

    এব্যাপারে ইউপি সদস্য বিশ্বরূপ তালুকদার জানান, দ্বীপন বড় বোনের বর (জামাই) দেখার উদ্দেশ্যে বাঘাটিয়া গ্রামের যাওয়ার কথা ছিল। পরে শুনি পানিতে ডুবে মারা গিয়েছে। তার মৃত্যুর ঘটনায় আমরা সবাই শোকে কাতর।

    এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে যাওয়া কিশোরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঘটনাটি খুবই দুঃখজনক।

    আরও খবর

    Sponsered content