• সারাদেশ

    বার্মিংহামে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ প্রতিযোগীতা সম্পন্ন

      প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ১১:৫৩:২৪ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া, ব্যুরো প্রধান, যুক্তরাজ্য: আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তোলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ প্রতিযোগিতা।বৃটেনের বিভিন্ন শহর থেকে হাজারো বাঙালির উপস্থিতিতে নৌকা বাইছের আয়োজনস্থল যেনো হয়ে উঠে এক খণ্ড বাংলাদেশ l

    সম্প্রতি বৃটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম এজবাজটন এর রিজারভরায় দিনভর হয়ে গেল বাংগালিদের মিলন মেলা ।
    বৃটেনের বিভিন্ন শহর থেকে শিশু কিশোর যুবক যুবতি উপস্হিতে ভরপুর ছিল পুরো এজভাসটন এলাকা ।দিনবর ছিল শিশু কিশোরদের জন্যে ছিল বিভিন্ন রাইড , বিভিন্ন ধরনের খাবারের স্টল এবং মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান ।

    প্রতি বৎসরের মতো এবারো ঐতিহ্যবাহী নৌকা বাইছ ছিল বাঙালীর মিলনমেলা ।
    এবার বৃটেনের বিভিন্ন শহর থেকে ১৮টি দল নৌকা বাইছ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছিল ।এবার নৌকা বাইছ প্রতিযোগীতায় চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভাটি বাংলা সুনামগঞ্জ , রানার্সআপ সাডুয়েল লন্ডন এবং তৃতীয় স্হান অর্জন করে বার্মিংহাম শাহজালাল ।

    নৌকা বাইছ প্রতিয়োগীতার চেয়ারম্যান আব্দুল কদ্দুছ রাজু ও ডাইরেক্টর সায়েল আহমেদ উপস্হিত সকলকে আজকের এই আয়োজন কে সফল করে তোলার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে আরো বড় পরিসরে নৌকা বাইছের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন ।

    আরও খবর

    Sponsered content