প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ১২:২৬:০১ অনলাইন সংস্করণ
তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধি: যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি ড. শামছুল হক চৌধুরী বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারনেনি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, ভগ্নীপতি আব্দুর রব সেরনিয়াবাতসহ পরিবারের ১৬জন ঘনিষ্ঠ সদস্য। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে সকল ষড়যন্ত্রকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য গণতদন্ত কমিশন গঠন করে বিদেশে থাকা পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।
আমি সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে রাজনীতিতে পদার্পণ করি। দিরাই-শাল্লার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসার কারণেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে অনুপ্রেরণা যুগিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ভিশন -২০৪১, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকেই নৌকা প্রতীক দিবেন তার সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
মঙ্গলবার (২২আগস্ট) দুপুর ২টায় শাল্লা উপজেলা পরিষদের ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।