• রাজনীতি

    দিরাই-শাল্লার জনগণের ভালোবাসা নিয়েই আ, লীগের মনোনয়ন প্রত্যাশি- এডভোকেট অবনী মোহন দাস

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ১১:২৩:২৬ অনলাইন সংস্করণ

    তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধি: দীর্ঘ ২৭বছর যাবৎ জনগণের স্বার্থে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা, সততা ও দলীয় নীতিমালা অনুযায়ী কাজ করে চলেছি। এলাকার জনগণ আমাকে ভালোবাসেন, আমিও জনগণকে ভালোবাসি। সাধারণ জনতার মধ্যে যে যখন আমার কাছে কোনো সমস্যা নিয়ে এসেছে, আমি যথা সাধ্য চেষ্টা করেছি। আমিও জনগণের কাছে গিয়েছি, আপামর জনগণকে তুষ্ট রাখতে সর্বদা সচেষ্ট রয়েছি। জণগণ আমাকে ভালোবাসেন বলেই আমাকে তারা একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

    আমার প্রথম নির্বাচনেই সাধারণ জনতা ভোটের মাধ্যমে প্রমান করে দিয়েছেন আমাকে জনগণ কতটুকু ভালবাসে।আমি ওদের কাছে চিরকালই কৃতজ্ঞতা স্বীকার করিবো। তৃণমূলের ভালবাসায় পরিপূর্ণ আমার জীবন।তারাই আমাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আর এসব পেয়েছি শুধুমাত্র জনগণের প্রচন্ড ভালোবাসার কারনে।

    তিনি আরো বলেন- আমার শ্রদ্ধেয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দিরাই-শাল্লা আসন থেকে নির্বাচিত হয়ে মৃত্যুবরণ করলে আমাদের আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় আমি সহ অনেকেই আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জাতি জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তাকে নৌকার মনোনয়ন প্রদান করলে আমি নৌকার পক্ষে দিনরাত কাজ করি এবং জনগণের ভালোবাসায় ড. জয়া সেনগুপ্তাকে বিজয়ী করি। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি নৌকার মনোনয়ন দাবী করি। ওইবারও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নিয়ে বৈঠক করে ড. জয়া সেনগুপ্তাকে পুনরায় নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। তখনও আমি একই ভাবে আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে ড. জয়া সেনগুপ্তার পক্ষে মাঠে কাজ করি এবং বিজয়ী করি।

    আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমি দিরাই-শাল্লার জনগণের ভালোবাসা নিয়েই আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ও দিরাই-শাল্লা সংসদীয় আসনে নৌকার প্রার্থী হতে আগ্রহী।

    প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত রাজনৈতিক কর্মকান্ডে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল, স্মার্টবাংলাদেশ গড়ার লক্ষ্যে, তাই আবারো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের ভালোবাসায় আমার বিশ্বাস আমি নির্বাচিত হবো। জনগণের শান্তি-শৃংখলা, ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে পারবো উল্লেখ করে এডভোকেট অবনী মোহন দাস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষনা করেন।

    এসময় তিনি আরো বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল পাড় করছে। দেশের একটি মহল আওয়ামীলীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে আন্তর্জাতিক কু-চক্রে লিপ্ত হয়েছে। দেশকে অতল গহবরে তলিয়ে দিতে যাচ্ছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রী আমাকে দলীয় মনোনয়ন না দিলেও আমি নৌকার পক্ষেই কাজ করে যাবো।

    আরও খবর

    Sponsered content