প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ১২:১১:৩১ অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে পয়: বর্জ্য সেবা ও পয়: বর্জ শোধনাগার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এর উদ্বোধন করেন। সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ও সদর অঞ্চলে ৭০ লক্ষ টাকা ব্যয়ে দুইটি শোধনাগার স্থাপন করা হয়। একটি বেসরকারী সংস্থার মাধ্যমে এই দুই অঞ্চলের বাসা, বাড়ির ও বিভিন্ন কল কারখানার পয়: বর্জ্য নির্দিষ্ট গাড়িতে করে সংগ্রহ করা হবে। পরে তা শোধনাগারে এনে পরিশোধন করা হবে। ফলে নগরীতে মানুষের পয়: বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ কমে আসবে বলে কর্তৃপক্ষ আশা করছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমরা পরীক্ষামূলকভাবে পয়:বর্জ্য সেবা ও পয়:বর্জ শোধনাগার চালু করেছি। এর সাফল্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে মহানগরীর অন্যান্য অঞ্চলেও এটি চালু করা হবে। নামমাত্র ফি দিয়ে সেবাটি মহানগরীর টঙ্গী ও সদর এলাকার যে কোন নাগরিক এ সেবা গ্রহণ করতে পারবেন। এ প্রকল্পটি সফল হলে মহানগরীর পরিবেশ দূষণ অনেকাংশে কম হবে। আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, প্রধান রাজস্ব কর্মকর্তা এ বি এম এহসানুল মামুন, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে।