• সারাদেশ

    গাজীপুরে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১১:২০:১৮ অনলাইন সংস্করণ

    গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশে তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটছে। জনসংখ্যার অনুপাতের বিচারে তামাক ব্যবহারের মাত্রা এবং এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের শিকার হওয়ার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। এসব তথ্য উল্লেখ করে ‘ধূমপান ও তামাক আইন শক্তিশালীকরণ’ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। বুধবার ৯ আগস্ট গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সহ-সভাপতি গাজীপুর (নাটাব)। এতে বক্তারা ধূমপান ও তামাক ব্যবহারের ক্ষতিকর দিক এবং তামাক আইন শক্তিশালী করা এবং এই আইনের প্রয়োগ নিয়ে বক্তব্য রাখেন।
    স্বাগত বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক বেলাল হোসাইন বলেন, ‘তরুণরা যাতে ধূমপানে উৎসাহিত না হয় সে জন্য আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, ‘সরকার কী আসলেই চায় তামাক কমুক? সরকার চাইলে কালকেই ধূমপান বন্ধ হয়ে যাবে।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তামাক নিয়ন্ত্রন সংগঠন নাটাব এর প্রজেক্ট কো—অর্ডিনেটর এ.কে.এম খলিল উল্লাহ, প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুর রহমান, দৈনিক যায়যায়দিন’র মহানগর প্রতিনিধি ও গাজীপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হোসেন, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, দৈনিক কন্ঠবাণী’র সম্পাদক জানে—এ—আলম, মুক্ত বলাকা’র মোঃ কামাল হোসেন বাবুল, ডেইলী মর্নিং গ্লোরী’র মোঃ শফিকুল ইসলাম, দৈনিক লাখোকন্ঠে’র আদিবা বিনতে আলম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content