• সারাদেশ

    গাজীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৪:৫৪:০০ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মডেল কলেজে কৃতি শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের জোড়পুকুর রোড সংলগ্ন গাজীপুর মডেল কলেজ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মডেল কলেজের অধ্যক্ষ নুরুল আমীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাজীপুর মডেল কলেজর পরিচালক ও বাংলাদেশ জাতীয় যুব কাউন্সিলের সহ সভাপতি তৌহিদুল ইসলাম দীপ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এড. মোঃ আনোয়ার হোসেন।

    অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । এর আগে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
    প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম দীপ বলেন, শিক্ষার গ্রহণের পাশাপাশি নৈতিকতা অনুসরণ করে সততা ও নিষ্ঠার সাথে জীবনাদর্শ গড়ে তুলতে হবে।
    পরে ০৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
    অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী সহ সবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এ কলেজের অধ্যক্ষ নুরুল আমীন সরকার।
    অনুষ্ঠান শেষে এইচএসসি পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে এডমিট ও তবারক বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content