প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ১:০৭:৫৪ অনলাইন সংস্করণ
মোহাম্মদ হারুন মিয়া, ব্যুরো প্রধান, যুক্তরাজ্য: ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালীদের মূল শেঁকড় বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে লালন আর ধারন করেই আগামী ৩ সেপ্টেম্বর বামিংহামের আষ্টন পার্কে বর্ণাট্য আয়োজনে অনুষ্টিত হতে যাচ্ছে বিঅন টিভি ইউকে প্রেজেন্ট চিকারস BIRMINGHAM BANGLA MELA গত ১০ই আগষ্ট বিয়া লাউন্জ হলে দুপুর ১ ঘটিকায় বার্মিংহামে এক সংবাদ সম্মেলনে আনুষ্টানিকভাবে এই মেলা আয়োজনের ঘোষনা দেয় বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপ।
বাংলা মেলা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব এনাম চৌধুরীর সভাপতিত্বে একটু অন্যরকম গ্রুপের রিয়াদ আহাদ এর পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা মেলা পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক জয়নাল ইসলাম ।
বার্মিংহাম কাউন্সিলের তিনজন বাঙ্গালী কাউন্সিলার বাংলা মেলা উদযাপনে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন কাউন্সিলার জিয়াউল ইসলাম এম.বি, কাউন্সিলার ছাদেক মিয়া ছমসু, মহিলা কাউন্সিলার মমতাজ হুসাইন ।
চিকারস বাংলা মেলার স্পনসর চিকারস এর ফাউন্ডার তরুণ ব্যবসায়ী শায়াজ মিয়া।
আরও বক্তব্য রাখেন বি অন টিভির সিইও আব্দুল মঈন চৌধুরী সুমন , বাংলা কাগজের আব্দুল কাদির আবুল , কমিউনিটি নেতা ডাক্তার আব্দুল খালিক , ব্যবসায়ী হাজী কবীর উদ্দীন , কাউন্সিলার আইয়ুব খাঁন ।
একটু অন্যরকম গ্রুপের আবুল আহাদ সুমন , আমিরুল ইসলাম বেলাল , লোকমান হোসেন কাজী , আহমেদ কবীর প্রমূখ ।
সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক কমিউনিটির বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ সাংবাদিক , সাহিত্যিক , শিল্পী ও ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন ।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল আহমেদ, একটু অন্যরকম গ্রুপের এমদাদুল হক লাভলু, সাংবাদিক আব্দুল লতিফ, দৈনিক ভাটি বাংলা ও দৈনিক মানবাধিকার সংবাদ ব্যুরো প্রধান যুক্তরাজ্য মোহাম্মদ হারুন মিয়া, বাউল শিল্পী বাউল ফকির হারুন রশীদ, শিল্পী শেবুল মিয়া, মোফাজ্জল হোসেন, মনিরুল ইসলামসহ অনেকেই ।
উল্লেখ্য যে, এই বার্মিংহাম বাংলা মেলার মিডিয়া পার্টনার এ. টি. এন . বাংলা, ইউকে ।