প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৮:৪৯:০৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলার ৬জন করে ক এবং খ দুটি শাখায় মোট ৬৬ জন প্রতিযোগি অংশগ্রহন করেন। যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদাযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদাযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড.বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী জয় কুমার দাস,শ্রী মহানামব্রত চক্রবর্তী,শ্রী প্রনব চক্রবর্তী,শ্রী হিমাদ্রি রায় প্রান্ত,শ্রী আখিঁ চৌধুরী।
এ ছাড়াও প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশ্যাম,প্রত্যুৎ তালুকদার,রবীন আচার্য্য,পূজা উদাযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি স্বপন কুমার দাস,আরতি তালুকদার কলি,এড. গৌরাঙ্গ পদ দাস,শুভব্রত বসু,সন্তোষ রায়,রবি দেব,বলাই,এড.পীযূষ কান্তি ভট্রাচার্য্য,ইজ্ঞিনিয়ার রবি,মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু ও সাধারন সম্পাদক সুরজ্ঞিত চৌধুরী টপ্পা প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম হলেও এই ধর্মের অনুসারীদের মধ্যে অনৈক্য ভাবভক্তি দিন দিন কমে যাচ্ছে। মনে রাখতে হতে ভগবান শ্রীকৃষ্ণের মূল বাণী কিন্তু এই গীতায় উল্লেখ করে গেছেন। ধর্মের বানী জানতে হবে এবং তা শ্রবণ করলে সবাইকে ভগবান পাপ কাজ থেকে দূরে রাখবেন এবং সবার মঙ্গল হবে। আজকে যারা বিজয়ী হয়েছেন তারা আগামী ১৪ জুলাই বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ থাকবে বলে জানানো হয। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ক্রেষ্ট ও সনদ এবং অন্যাদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।