প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৩:০৩:৪২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় কার্তিকপুরের দু’পক্ষের সংঘর্ষে নিহত সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭জুলাই) রাতে শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়৷
তথ্য সূত্রে জানাযায়, বিগত ২৭ জুন মঙ্গলবার শাল্লা উপজেলার কার্তিকপুর সংলগ্ন সাতপাড়া বাজারে ঘর তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান। এই ঘটনায় নিহতের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ২৮ জুন একটি হত্যা মামলা দায়ের করেছিলেন শাল্লা থানায়। এরই প্রেক্ষিতে শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকা থেকে নিক্সন মিয়া, ইছব আলী, কুদ্দুস মিয়া, আলাল মিয়া ও শফিক মিয়াকে গ্রেফতার করেন। তথ্যে আরও জানাযায়, হাওরাঞ্চল, দুরত্ব এবং সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আসামীদের শাল্লায় না এনে দিরাই থানায় রাখা হয়েছে। আগামীকাল দিরাই হতেই সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা আজকে পাঁচ জন আসামীকে নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে দিরাই আসছি। আগামীকাল এখান থেকেই কোর্টে প্রেরণ করব। এছাড়াও অন্যান্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।