প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৯:৫৪:৫২ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপি, শান্তিগঞ্জ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে আগুন পুড়ে ভস্মীভূত ৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিকল্পনা মন্ত্রী’র পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে এবং আফরোজ মিয়া(৪৫) নামের এক ব্যক্তি বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পরিবারের মাঝে নগদ ২০,০০০ টাকা প্রদান করা হয়।
সোমবার ২৪ জুলাই বিকালে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর নির্দেশে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের ব্যক্তিবর্গ পরিদর্শন করে সরকারের পক্ষ্য থেকে শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে আগুনে পুড়ে ভস্মীভূত ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। অতি শীঘ্রই টিন ও নগদ টাকা বিতরণ করা হবে। এছাড়াও নিহতের পরিবারের কাছে সরকারের আর্থিক সহায়তার ২০,০০০ টাকা হস্তান্তর করা হয়েছে।।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিতাংশু শেখর ধর সীতু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব মো: হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, পূর্ব পাগলা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ এর সাবেক সহ সভাপতি রফিক খান, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নিতাই দাশ এবং উপজেলা ছাত্রলীগ নেতা বায়েজিদ রহমান অপি সহ স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলা আওয়ামী লীগ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।