• সারাদেশ

    জাফলং জিরো পয়েন্ট পর্যটন কেন্দ্র ঘুরতে এসে এক পর্যটক নিখোঁজ

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ১:২৫:১১ অনলাইন সংস্করণ

    সিলেট প্রতিনিধি:: সিলেটের জাফলংয় পর্যটক কেন্দ্রে জিরো পয়েন্টে পানিতে ডুবে আরশ (১৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যাক্তি কুমিল্লা জেলা শিদলাই থানার বিপাড়া এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বি-বাড়ীয়া কর্মরত জাহেদুল হোসেন’এর ছেলে এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ ৯ম শেণির ছাত্র ।

    বৃহস্পতিবার বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট , এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

    পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আরশ তার বাবা মা ও ছোটভাই মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট, ডাউকি নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে, স্থানীয় কয়েকজন মিলে বাবা ছেলেকে উদ্ধার করতে গেলে এক পর্যায় বাবাকে উদ্ধার করতে পারলেও, ছেলেকে উদ্ধার করতে পারেনি।

    স্থানীয় একজন নৌকা চালক জানান, নদীতে পর্যটক তলিয়ে যাওয়া দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে এসে বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি।

    খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এখনো কোনো সন্ধান পাননি তারা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ, ও বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content