প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ১০:২১:৪৩ অনলাইন সংস্করণ
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা সোমবার (০৩ জুলাই) সকালে শপথ নেন।
শপথ নেওয়ার সময় তাঁর পাশে ছিলেন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
একই সঙ্গে শপথ নেন বরিশালের সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠান হয়। তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে একই স্থানে তিন সিটির সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৭৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।