• সারাদেশ

    গাজীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জব ফেয়ার অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৩:২৯:৩৮ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার ২৭ (জুলাই) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর জেলা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, সনদপত্র বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেন।
    প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১৮টি জেলায় ফ্রি ফ্রিল্যান্সিং প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে আমরা ৬ লাখ ফ্রি ফ্রিল্যান্সার তৈরি করতে সক্ষম হয়েছি, যারা ৫০০ মিলিয়ন বিদেশী ডলার উপার্জন করছে। ফ্রিল্যান্সিং এর জন্য আমরা নতুন প্রজেক্ট নিয়েছি। এই প্রজেক্ট চলাকালীন আমাদের প্রশিক্ষণার্থীরা প্রচুর ডলার আয় করছে। ভবিষ্যতে সারাদেশে এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া আজকের এই জব ফেয়ারে দেশের নামকরা ৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে ১৭টি ক্যাটাগরিতে ২০০ জনকে চাকরির সুযোগ দেওয়া হবে।
    পরবর্তীতে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং বিভিন্ন যুব সংগঠনের মধ্যে যুবকল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content