• সারাদেশ

    গাজীপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৬:৩৮:৪৬ অনলাইন সংস্করণ

    গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার (১২ জুলাই) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও চিকনগুনিয়া জীবানুবাহী মশা নিধনে ইতোমধ্যে সপ্তাহব্যাপি সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছি। এ মশা নিধনে ২০ হাজার লিটার কীটনাশক ২২৪টি হ্যান্ড স্প্রে মেশিন এবং ১২৭টি ফগার মেশিনও ১৫ হাজার লিটার মশা নিধনের ঔষধ প্রস্তুত রয়েছে। আমরা আমাদের সাধ্যমত সিটি কর্পোরেশনের প্রত্যেকটি এলাকা পরিস্কার পরিচ্ছতার ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমাদের লোকবলের সংকট রয়েছে। এ সংকটের মাঝেও আমরা সকল কাজ করে যাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে বেসরকারি ভাবে ময়লা সংগ্রহের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া আছে। এ ক্ষেত্রে কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

    গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মো. শাহীন, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. জিসানুল হক প্রমূখ।

    সভায় মেয়র (ভারপ্রাপ্ত) আরও বলেন, সিটি করপোরেশন এলাকার সরকারি/বেসরকারি বিভিন্ন অফিস যেখানেই এডিস মশার লার্ভা এবং মশার অস্তিত্ব পাওয়া যাবে সেখানেই আজ থেকে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে এবং দ্বায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য তিনি সিটির সকল নাগরিককে ঘর—বাড়ী, অফিস ও আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন।

    আরও খবর

    Sponsered content