প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ১০:৩৪:৫৫ অনলাইন সংস্করণ
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানে নবগঠিত হয়েছে ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’। জেলা প্রশাসক আনিসুর রহমান সম্প্রতি এ ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
সোমবার (২৪ জুলাই) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, প্রথমবারের মতো গাজীপুর জেলার ৫টি উপজেলার ৩০জন ও মহানগরীর ১০জন সহ মোট ৪০জন দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। নবগঠিত ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে প্রতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে ৩হাজার টাকা করে প্রদান করা হয়। এরমধ্য দিয়ে চালু হলো এ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রম। ভবিষ্যতে আরও অধিক সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষাবৃত্তির জন্য স্থানীয়ভাবে ৫০ লাখ টাকা সংগ্রহ করে এফডিআর করে রাখা হবে, যার লভ্যাংশ থেকে ভবিষ্যতে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। লভ্যাংশের উপর ভিত্তি করে শিক্ষার্থী ও শিক্ষাবৃত্তির লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।