প্রতিনিধি ৪ জুলাই ২০২৩ , ৪:৫৮:২৬ অনলাইন সংস্করণ
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিভিন্ন বাজারে এখনও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০—৪০০টাকা কেজি। বিভিন্ন জেলায় কাঁচার মরিচের মূল্য এর থেকে কম দামে বিক্রি হলেও গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজার, চান্দনা—চৌরাস্তার কয়েকটি বাজার থেকে ওই তথ্য জানা গেছে।
জয়দেবপুর কাঁচা বাজারের ব্যবসায়ি সালাম মিয়া জানান, আমরা প্রতিকেজি কাঁচা মরিচ ৩০০টাকা করে বিক্রি করছি।
গাজীপুর মহানগরের চান্দনা—চৌরাস্তা এলাকায় কাঁচামাল বিক্রেতা শরিফ বলেন, প্রতি কেজি কাচা মরিচ ৩২০টাকা দরে বিক্রি করছি। একই বাজারের ব্যবসায়ি আসলাম মিয়া জানান, তিনিও ৩২০টা দরে কাঁচা মরিচ বিক্রি করছেন।
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার সামসুদ্দিন সরকার কাঁচামাল আড়তের ব্যবসায়িরা জানান, তারা পাইকারী দরে প্রতিপাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ ৯০০টাকা থেকে ১০০০টাকা করে বিক্রি করতে হচ্ছে। এসব ব্যবসায়িরা জানান, কেনা দর থেকে সামান্য লাভেই তারা কাঁচা মরিচ বিক্রি করছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুরের সহকারি পরিচালক মো. দিদার হোসেন জানান, গাজীপুরে কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তিনি আরো বলেন, অভিযান চলাকালে ব্যবসায়িরা কাঁচা মরিচের দাম কম বলে। তিনি বলেন, ব্যবসায়িদের কাছে মরিচ কেনার রশিদ চাইলে তারা বলেন পাইকারী বিক্রেতারা তাদের রশিদ দেয় না। তাই এখন তাদের কাঁচা মরিচের সঠিক মূল্য নির্ধারণ করা যাচ্ছে না।
গাজীপুরের কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আমরা বাজারে গেলেই ব্যবসায়িরা কাঁচা মরিচের দাম কমিয়ে বলে। তবে কৌশলে খুচরা বাজারে কাঁচা মরিচের প্রকৃত মূল্য বের করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, তবে আমরা ব্যবসায়িদের কাঁচা মরিচের প্রতি কেজির মূল্য ২৪০—২৫০ টাকা বিক্রির জন্য নির্ধারণ করে দিয়েছি।