প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ৩:৪৩:৪৬ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৭ জুন মঙ্গলবার বাদ মাগরিব,সিসিক নবগঠিত ৩৬ নং ওয়ার্ড আল ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার কার্যালয়ে পাঁচ নং টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান, বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিন এর পরিবারের পক্ষ্য থেকে -চারশত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারে (১০০০) এক হাজার টাকা করে বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন মরহুম শেখ মনির উদ্দিনের ছেলে বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ গয়াস উদ্দিন।
সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জামান। আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার আহ্বায়ক হেলু আহমেদ,
সিনিয়র সদস্য সচিব মাছুমুর রহমান মাছুম, আব্দুস সালাম,সৈয়দ জয়নাল আবেদীন আবেদ, আব্দুর রহিম,
মঈন মিয়া, সজল মিয়া, রিয়াজ মিয়া,জাহাঙ্গীর মিয়া, রাজন মিয়া, জালাল মিয়া – প্রমুখ।