• সারাদেশ

    ভালো নম্বরের চেয়ে জরুরি শেখার ক্ষমতা অর্জন : মুহম্মদ জাফর ইকবাল

      প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৯:২৬:৫৭ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভালো লেখাপড়া নয়। তার চেয়ে বেশি জরুরি হলো শেখার ক্ষমতা অর্জন করা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তুমি যা শিখেছো, পরীক্ষার পরে যদি তা ভুলে যাও তাহলে শিক্ষার লাভ কি হলো? কিন্তু বাস্তবেতো তাই করা হয়, পরীক্ষায় যাতে ভালো করে লিখতে পারে তার জন্য বাচ্চাটার মাথার মধ্যে জোর করে ঢুকানো হয়। পরীক্ষা যেদিন শেষ সেই বিদ্যাটাও বিদায় নেয়। এটাতো শিক্ষা হলো না। কাজেই শিক্ষার চেয়ে বড় ক্ষমতা হচ্ছে শেখার ক্ষমতা।

    রোববার (৪ জুন) সকালে গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাসিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রভাষক সুমন সাহা।

    নিউজ পোর্টাল ও ই-কমার্স ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, জিপিএ ফাইভ পেলেই জ্ঞান বাড়ে, তা নয়। জিপিএ ফাইভ পেলে এক সময় আমি খুশি হতাম, এখন হই না। কারণ জিপিএ ফাইভ অর্জন করতে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয় বটে কিন্তু জীবনের লেখাপড়া শেখার পাশাপাশি অনেক কিছু জানার, শেখার কথা ছিলো তা হয়নি। এটা নিয়ে আমার চিন্তা হয়। আমি এখন খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি লেখাপড়ার মধ্য দিয়ে আমাদের সন্তানদের জীবন আনন্দময় করতে পারি কি—না।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, যেকোনো বিষয়ে তোমাদের জ্ঞান বাড়লেই দেশে সম্পদ বাড়বে। উদহারণ টেনে তিনি বলেন, তুমি রাতে বসে যদি ফিজিক্সের একটা প্রবলেম সল্ভ করো তাহলে কি হলো, তোমার জ্ঞান একটু বাড়লো, তার মানে দেশের সম্পদ একটু বাড়লো। তুমি বসে বসে যদি একটা বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে তোমার জ্ঞান বাড়লো, তুমি দেশকে সম্পদশালী করলে, তুমি একটা অংক করলে দেশকে সম্পদশালী করলে। দেশকে সম্পদশালী করা খুবই সোজা। তুমি যদি দেশকে ভালবাসো এবং দেশকে শক্তিশালী করতে চাও তা খবুই সোজা। সবাই তা করতে পারবে, যদি তুমি তোমার জ্ঞানটাকে একটু বাড়াও, একটু মন দিয়ে লেখাপড়া করো।

    ‘বিদ্যুৎ ও পানির অপচয়রোধ’ প্রতিপাদ্য নিয়ে এবারের ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫টি স্টলে অংশ নিয়েছে। এখানে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content