• সারাদেশ

    বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ গয়াস উদ্দিন’কে সংবর্ধনা

      প্রতিনিধি ১৩ জুন ২০২৩ , ৪:৩৯:০১ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:: ১২ জুন রাত ৯ ঘটিকায় বালুচর নতুন বাজার শেখ মনির উদ্দিন, বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি, মানতার ফেরিওয়ালা ইউকে কমিউনিটি নেতা শেখ গয়াস উদ্দিন’কে অত্র সংস্থার সকল সদস্য নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচছা সংবর্ধনা জানানো হয়।

    অনুষ্ঠানে সংস্থার সাংগঠনিক ফয়জুর রহমান ফয়েজের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, অত্র সংস্থার সহ সভাপতি এডভোকেট মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ জামান,আতাউর চৌধুরী, সিরাজুল ইসলাম, মাওলানা মাছুমুর রহমান, ফজলুর রহমান,। আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার আহ্বায়ক হেলু আহমেদ, প্রমুখ।

    বক্তারা সংস্থার উন্নয়ন মুলক কার্যক্রম ও আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচন ঘিরে ৩৬ নং ওয়ার্ড বাসীর শান্তির লক্ষ্যে, এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব দুঃখী অসহায় মানুষদের আর্থিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

    এসময়ে আরও উপস্থিত ছিলেন – ইসাখ মিয়া, শাহেল মিয়া, মঈন মিয়া, রুবেন মিয়া, আব্দুর রহিম, শিরু মিয়া, জাহাঙ্গীর মিয়া, আমিনুর রহমান, জালাল মিয়া,
    বদরুর রহমান বাবর, সৈয়দ জয়নাল আবেদীন আবেদ, সহ সংবাদ কর্মী ও মানবাধিকার কর্মীবৃন্দ।

    বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ গয়াস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় দেশের মানুষের কাছে মন পড়ে থাকে।
    তাঁহার পিতা মরহুম শেখ মনির উদ্দিন এর নিজ হাতে গড়া সংস্থা একটা আমানত হিসেবে রয়েছে তাদের পরিবারের কাছে।
    গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে এই সংস্থার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, ও- নিষ্ঠার সাথে এই সংস্থার সকল সদস্য নেতৃবৃন্দরা স্বুপরামর্শ ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন বলে সবাইকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

    তিনি দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষের কাছে তাঁহার মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন, এবং সংস্থার সকল সদস্য নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

    আরও খবর

    Sponsered content