• সারাদেশ

    পল্লবীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৮:২৩:১৮ অনলাইন সংস্করণ

    এস এম জীবন: জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভির রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল জনতার আলো’র সম্পাদক মো. প্রান্ত পারভেজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

    ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রান্ত পারভেজ জানান- গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টার সময় অচেনা একটি নাম্বার থেকে পৃথক পৃথক আমাকে এবং আমার স্ত্রীকে ফোন করা হয়। ফোনে সন্ত্রাসীরা তাদের পরিচয় গোপন রেখে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে মেরে ফেলার হুমকি প্রদান করে।

    রাজধানী মিরপুর পল্লবীতে বসবাসরত সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারকে ফোন করে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিরাপত্তা চেয়ে শুক্রবার (৯ জুন) পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

    এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় প্রান্ত পারভেজ নিরাপত্তা চেয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    আন্তর্জাতিক সম্প্রদায় যে সংস্কারগুলো ২০ বছরে বাস্তবায়ন করতে পারেনি, কয়েক সপ্তাহ বয়সী তালেবান সরকারের কাছ থেকে সেটা আশা করা ঠিক হবে না- তালেবানের পররাষ্ট্রমন্ত্রী

    শ্রীধরপাশা গ্রামে চেয়ারম্যান প্রার্থী রফিক মিয়ার আনারস প্রতীক এর সমর্থনে উঠান বৈঠক

    সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদীতে ছায়েদ আলী মোল্লার বেপরোয়া চাঁদাবাজী

    যুক্তরাজ্যে “চন্ডিপুর সাপোর্ট গ্রুপ” গঠিত, বন্যা আশ্রয় কেন্দ্রে প্রতিদিন দেওয়া হচ্ছে একবেলা খাবার

    মহাপরিচালক ঘোষণার কিছুক্ষণ পরই হাটহাজারী মাদ্রাসার মুফতি আব্দুস সালামের ইন্তেকাল

    কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠ‌নিক সম্পাদক হ‌লেন রায়হান উ‌দ্দিন