• সারাদেশ

    তারেক রহমানের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অনুদান দিলেন এড,পাবেল চৌধুরী

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ১২:৪১:৪৫ অনলাইন সংস্করণ

    সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতুবপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছেন ২০১৮ সালে সুনামগঞ্জ-২ ( দিরাই-শাল্লা ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

    শুক্রবার (৯ জুন ) দিরাই উপজেলার রফিনগর,ভাটিপাড়া ও রাজানগর ইউনিয়নের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের পক্ষে প্রত্যেক পরিবারকে ৫০০০/০০ ( পাচ হাজার) টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন দিরাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য যে, সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিক আপের সংঘর্ষে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন।হাসপাতালে নেয়ার পর আরো ১ জনের মৃত্যু ঘটে।

    এতে আহত হয়েছেন আরও কয়েকজন।বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় নিহত ১৪ জন পরিচয় পাওয়া গেছে তারা হলোন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া (৫০), আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিছ মিয়া (৬৫), ভাটিপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নূর (৫০), দিরাই উপজেলার পাথারিয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫), গচিয়া গ্রামের বারিক উল্লার ছেলে সিজিল মিয়া (৫৫), ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৭), ভাটিপাড়া গ্রামের শমসের নুরের মেয়ে মেহের (২৪), মধুপুর গ্রামের সোনা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০), একই গ্রামের শাহজাহানের ছেলে বাদশা (২২), শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৫), একই উপজেলার বাবনগাঁ গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহিন মিয়া (৪০), তলেরতন গ্রামের মৃত আওলাদ উল্লার ছেলে আওলাদ হোসেন (৬০),হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪৫), নেত্রকোনার ভারহাট্টা উপজেলার দশদার গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ মিয়া (৩০) সহ ১৪ জন।

    আরও খবর

    Sponsered content