প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৯:৩১:১০ অনলাইন সংস্করণ
এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:-ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন উপজেলাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউজ পোর্টাল ও ই-কমার্স ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।
রবিবার ৪জুন দুপুর সাড়ে ১২ ঘটিকায় তজুমদ্দিন উপজেলার তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন।
এসময় ওসি মুরাদ উপস্থিত শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়ে সহ নানাবিধ সামাজিক অপরাধ রোদে শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে অবহিত করেন।মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।এছাড়াও তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসার আহ্বান জানান।
সমাজ থেকে বাল্যবিবাহ মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ ,সাম্প্রদায়িক সহিংসতা নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।এসময় কলেজের অধ্যক্ষ মো:হেলাল উদ্দিন সুমন, কলেজের প্রভাষকসহ, ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন।
Notifications