প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৩:৫৬:৫৫ অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোঃ মাহবুব আলম বলেন আমি অবশ্যই পুলিশের সেবার মান উন্নততর ও দ্রুততম করতে সচেষ্ট থাকবো।
সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকায় হিম সাগর আম এর অগ্রিম অর্ডার চলছে।
এটা শুধু কথার কথা যাতে না হয় সে জন্য সর্বোত্তম সেবার ও কাজের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ গুলোর দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারবো বলে আমি বিশ্বসি করি। এ জন্য তিনি সাংবাদিকসহ নগরবাসী ও সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মঙ্গলবার (৬ জুন) কমিশনার হিসেবে যোগদানের পর বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মুজিবুর রহমান, মুকুল কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন, ইজাজ আহমেদ মিলন, মাজহারুল ইসলাম মাসুম, প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম, আবু তোরাব মোঃ শামসুর রহমান, আলমগীর হোসেন, ইলতুৎমিশ, আরিফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে মাহবুব আলম এপিবিএন এর ডিআইজি (অপারেশনস্) হিসেবে নিয়োজিত ছিলেন।
নিউজ পোর্টাল ও ই-কমার্স ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।
গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। গাজীপুর মহানগর পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম ১৯৭৩ সালে কুমিল্লার জেলার হোমনার খোদে দাউদপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। তিনি প্রায় ২৪ বছরের চাকুরি জীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি), অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার দায়িত্বে থাকাকালীন বাংলাদেশ পুলিশের নবাগত ইউনিট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গঠন প্রণালীর কাজে বিশেষভাবে নিয়োজিত ছিলেন। নতুন এই ইউনিটের প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন তাঁর হাতেই সাধিত হয়। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দায়িত্ব পালনকালে তিনি সাহসী এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম’ এবং একবার ‘বাংলাদেশ পুলিশ মেডেল ‘বিপিএম’ একবার আইজিপি ব্যাজ পদকে ভূষিত হয়েছেন।