প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ৮:৪৮:১৩ অনলাইন সংস্করণ
মোহাম্মদ হারুন মিয়া , ব্যুরো প্রধান, যুক্তরাজ্য: গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর ২০২১-২০২৩ এর কার্যকরী কমিটির বহুল প্রত্যাশিত আগামী আগস্ট মাসে এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাহী কমিটি l নির্বাচন সুস্থ ভাবে পরিচালনার জন্য সংবিধান অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
সংস্হার সভাপতি জনাব হাজী বেলাল হোসেনের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক সাব্বির আহমদ শাহেদের পরিচালনায় অনুষ্টিত সভায় ২০২১ সালের নির্বাচন পরিচালনার জন্য কমিউনিটি সংগঠক বিশিষ্ট সমাজসেবক জনাব শাহজাহান চৌধুরী কে প্রধান নির্বাচন কমিশনার করে এবং সমাজ সেবী ইকবাল হোসেন বাল্মিকী ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু কে কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সর্বসম্মতিতে গঠন করা হয়।
পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মনজুর আহমদ শাহনাজ l
সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সহ-সভাপতি আফসারুল ইসলাম, সুহেল আহমেদ বদরুল, নুরুল ইসলাম, মুজিবুর রহমান, কোষাধক্ষ্য আব্দুস সামাদ, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সফল সভাপতি ফেরদৌস আলম, সহ-সাধারণ সম্পাদক মুহিবুল হক, সহ-কোষাধক্য ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ,প্রচার সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, শিক্ষা সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, আলী হোসেন, আব্দুল হালিম চৌধুরী, রোমান আহমদ চৌধুরী,অলি ওয়াদুদ , জামিল আহমেদ, তাজ উদ্দিন , মঞ্জুর আহমেদ সেনাজ, সাবেক কোষাধক্য সেলিম আহমদ , জহিরুল ইসলাম সামুন ,মিকাইল আহমেদ চৌধুরী, জাহাংগীর হোসেন, কামাল উদ্দিন, কিবরিয়া ইসলাম প্রমুখ l
উল্লেখ্য যে সভা শেষে নিয়োগ প্রাপ্ত কমিশনারদের হাতে তাদের নিয়োগপত্র তুলে দেন সম্মানিত সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক সাব্বির আহমদ সাহেদ, ও কোষাধক্য আব্দুস সামাদ l
অতঃপর নির্বাচন কমিশন ইসি কমিটির সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সভাপতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ট ভাবে সম্মন্ন হবার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি করেন।