• সারাদেশ

    এবার ঈদ যাত্রা চ্যালেঞ্জিং, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ থাকবে: পুলিশের আইজিপি

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ২:৫৭:২৪ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: পুলিশের আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বলেন গতবারের তুলনায় এবার আমাদের চ্যালেঞ্জ একটু বেশি। কারণ এবার একদিকে যাত্রী সাধারণ যাবে এবং অন্যদিকে পশুবাহী ট্রাক যাবে। এরসাথে আরও আছে মৌসুমি ফলের গাড়ি যার জন চ্যালেঞ্জ একটু বেশি। তবে রাস্তায় যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এতে পুলিশের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

    শনিবার (২৪ জুন) দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে প্রেস বিফিং এ তিনি এসব কথা বলেন।

    এসময় আইজিপি বলেন, আমরা রাস্তাঘাট সংশ্লিষ্ট যারা আছে সকলের সাথে মিটিং করেছি। আমরা সবাই একসাথে একযোগে কাজ করছি, এবারের ঈদ যাত্রায় যেন যাত্রী সাধারণ কে যথা সময় তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি। টঙ্গী এলাকায় এবার ফ্লাইওভার চালু হওয়ায় গাড়ির চাপ কিছুটা কমে আসবে।

    আমি উল্লেখ করে বলতে চাই আগে রাস্তায় যেমন খানাখন্দ ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব দুরবস্থা ছিল সে অবস্থা থেকে আমাদের বর্তমান রাস্তা ঘাট অনেক ভালো হয়েছে। পুলিশের উর্ধ্ব কোন কর্মকর্তা সহ সকালে যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে।

    গরুর হাটে নিরাপত্তা নিয়ে তিনি বলেন, গরুর হাটে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু কোন কোন সময় দেখা যায় বিভিন্ন গরুর হাট থেকে চাঁদাবাজির অভিযোগ আসে। যদি রাস্তায় চলাচলের সময় কোন ট্রাক থামিয়ে চাঁদাবাজি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি (অপারেশন) হায়দার আলী খান, পুলিশের হেড কোয়ার্টার এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান প্রমুখ সহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

    আরও খবর

    Sponsered content