• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণে র্যা লি ও আলোচনা সভা

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৯:২৮:৩৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণ কর্মসূচি” বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও বিষয়ভিত্তিক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ মে) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে,জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টার (পিজিক) এর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও কর্মসূচি পরিচালক মাহনাজ হোসেন ফারিবা,মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক রমজান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.জে.এম রেজাউল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বাসস প্রতিনিধি আল-হেলাল মো.ইকবাল মাহমুদ,আলহেরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ তাহাজ্জুদ আলী,এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন রায়,পিজিক এর ব্যাবস্থাপক মিহির হোসেন ও মাইটিভির প্রতিনিধি আবু হানিফ প্রমুখ।

    এর আগে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বন্ধন থিয়েটারের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,বাল্যবিবাহ ও ইভটিজিং নিরোধ এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্বারোপ করে একটি নাটক মঞ্চস্থ হয়।

    আরও খবর

    Sponsered content