• সিলেট

    সিলেটের জালালাবাদে ফাকা বাসায় তালা ভেঙে অনশন! ২৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

      প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৪:০২:৩১ অনলাইন সংস্করণ

    ক্রাইম রিপোর্টার: সিলেট নগরীর জালালাবাদ ৭ নং ওয়ার্ডে ইউকে প্রবাসী রওনক আরা চৌধুরীর বাসায় ০৮ মে ২০২৩ ইং.সোমবার সকাল ১১ ঘটিকায় ফাতেমা আক্তার শিপা নামের এক মহিলা ফাকা বাসার তালা ভেঙে বাসায় প্রবেশ করে,আনুমানিক নগদ ৮০থেকে ৯০ হাজার টাকাও ২৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন -রওনক আরা চৌধুরীর মাতা -নাজমা চৌধুরী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসার মুল গেইটে তালা ভাঙা ও বাসার ভিতরে রুমের লক ভেঙে, স্টীল আলমারি ও সুকেশ, ওয়াড্রপের সকল কাপড় চোপড় এলোমেলো ভাবে পড়ে আছে । রওনক আরা চৌধুরীর ছোট বোন সায়মা চৌদুরী (১৭) ও বাসার কাজের মহিলা চম্পা বেগম (৩০) জানান – ঘটনার সময় এসে দেখতে পান বাসার তালা ভাঙা, দরজার লক ভাঙ্গা, সবকিছু এলোমেলো, সায়মা চৌদুরী (১৭) জানান ড্রয়ারে টাকা নেই, এবং ওয়াড্রপের ড্রয়ার খোলা যেখানে রাখা ছিলো ২৫ ভরি স্বর্নের অলংকার, সেখানে স্বর্নের অলংকার নেই। অনশনকারী ফাতেমা আক্তার শিপা জানান -গেইটের তালা ভেঙে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু ঘরের কোন আসবাবপত্রে তিনি হাত দেননি। তিনি তার স্বামী সাবিন রাজা চৌধুরীকে পেতে, তার ভরণপোষন অধিকার আদায়ের দাবীতে রওনক আরা চৌধুরীর বাসায় অনশন করছেন। রওনক আরা চৌধুরীর কাজের মহিলা চম্পা বেগম সাথে এব্যাপারে কথা বললে তিনি জানান রওনক আরা চৌধুরীর মা, নাজমা চৌধুরীকে কল দিয়ে বিষয় জানালে তিনি ৯৯৯ এ-কল করে এয়ারপোর্ট থানার ইনচার্জ কে অবগত করেন, এবং লিখিত অভিযোগ করেন থানায়। অভিযোগ পেয়ে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিনের নেতৃত্বে মহিলা পুলিশ সহ ফোর্স নিয়ে, রওনক আরা চৌধুরীর বাসা থেকে ফাতেমা আক্তার শিপা’কে থানায় নিয়ে যাওয়া হয়। আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন জানান – দীর্ঘ ৯ ঘন্টা ফাতেমা আক্তার শিপা ১৪ মাসের শিশু বাচ্চাকে নিয়ে রওনক আরা চৌধুরীর বাসায় তালা ভেঙে অনশন করছিলো। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তাকে বুঝিয়ে বাসা থেকে বাহির করতে পারেননি, আমরা লিখিত অভিযোগ পেয়ে তাকে থানায় নিয়ে যাই এবং অভিযোগের আলোকে টাকা ও স্বর্ণের বিষয় তদন্ত চলছে, এব্যাপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

    আরও খবর

    Sponsered content